শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে হামলা ভাঙচুরে জড়িত হলে দলীয় পদ থেকে বহিস্কারের হুশিয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৩, ৮ আগস্ট ২০২৪

সোনারগাঁয়ে হামলা ভাঙচুরে জড়িত হলে দলীয় পদ থেকে বহিস্কারের হুশিয়ারী

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে আওয়ামীলীগের কোন নেতা কর্মীর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দলীয় পদ থেকে আজীবন বহিস্কারের হুশিয়ারী দিয়েছেন বিএনপি নেতারা। গতকাল বৃহস্পতিবার সকালে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় বিএনপির হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর পরিদর্শন শেষে সভা করে ইউনিয়ন বিএনপির নেতারা এ হুশিয়ারী দিয়েছেন।

বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি আজগর আলী, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ক্রীড়া সম্পাদক আব্দুল করিম, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া, বারদী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আব্দুল আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি মাওলানা ওহাব মিয়া, আব্দুল  কাদির ও জিলানী মিয়া প্রমুখ।

সভায় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতায় থাকাকালে আমাদের নেতাকর্মীদের মামলা হামলা করে বাড়ি ছাড়া করে রেখেছেন। আমরা তাদের মতো হতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কারো উপর হামলা, জুলুম করা যাবে না। হুশিয়ারী করে দিতে চাই কেউ হামলা, ভাঙচুরের সঙ্গে জড়িত থাকলে দলীয় পদ থেকে আজীবন বহিস্কার করা হবে।
তারা আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির,বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা পাহাড়া বসিয়েছেন। কেউ যাতে তাদের ক্ষতি করে বিএনপির ওপর দোষা চাপাতে না পারে সেজন্য পাহাড়া বসিয়েছি।

উল্লেখ্য, গত দুদিনে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় দফায় দফায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পর গতকাল আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন।