জরিমানা
নারায়ণগঞ্জে র্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মক্কা কনজুমার প্রোডাক্ট লিমিটেড নামক প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্প নগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মক্কা কনজুমার প্রডাক্ট লিমিটেড নামক প্রতিষ্ঠানকে অনিবন্ধনকৃত খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ের এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সরকার কর্তৃক অনিবন্ধনকৃত খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রয় করে আসছে। সরকারের আদেশ অমান্য করে প্রতিনিয়ত অনিবন্ধনকৃত খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রয় ও ব্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি যা মানুষের দেহের ব্যাপক ক্ষতকর।

