প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় ডাকাতির সময় সাত সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। স্থানীয় জনতার সহায়তায় এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর টু বস্টল এশিয়ান হাই রোডের ওপর ডাকাতি চলাকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদের সহযোগীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ সাতজনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুরের রমজানের ছেলে আব্দুল্লাহ (২৫), কিশোরগঞ্জের ওমরের ছেলেমিন্টু (২০), গোপালগঞ্জের রাজু মিয়ার ছেলে সাগর (২৪), লক্ষনের ছেলে শিপন (২৫), বগুড়ার আমজাদের ছেলে জাকির হোসেন (২৪), মৌলভীবাজারের দিনমনি ভ্রমণের ছেলে দীপঙ্কর ভ্রমণ (২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামাল উদ্দিনের ছেলে রাজু মিয়া (২০)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহিব্বুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত সাতজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

