মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ কারখানার গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১৫, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০০:১৫, ২২ সেপ্টেম্বর ২০২২

না.গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪ কারখানার গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জে নদী দূষণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় চারটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) এই অভিযানটি পরিচালিত হয়। 

এসময় পরিবেশগত ছাত্রপত্র ও ইটিপি না থাকায় সিদ্ধিরগঞ্জ এলাকার ইব্রাহিম কম্পোজিট টেক্সটাইল মিলস, রানস এপারেলস লিমিটেড, শাকিল নিটেক্স লিমিটেড ও ফতুল্লার হাজীগঞ্জ এলাকার ওয়েস্ট নীটওয়্যার লিমিটেড এর গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 
 
জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কারখানাসমূহে দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ব্যতীত কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ইতিপূর্বে কারখানাসমূহকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা হতে ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা প্রদান করা হলে উক্ত নির্দেশনা না মেনে কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছিল। বিভিন্ন দূষণকারী কারখানার অব্যহত দূষণ স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।