বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ জেলা যুবদলের দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:২৪, ২২ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জ জেলা যুবদলের দোয়া মাহফিল

খাবার বিতরণ ও দোয়া মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

সেমবার (২১ নভেম্বর) যুবদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাদিকুর রহমান সাদেকের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন।

আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাল আলম ভুইয়া, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল জব্বার, ছাত্রদল নেতা শাহজাদা রতন প্রমূখ।

এসময় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।