
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা শাহ্ নিজাম বলেছেন, প্রধানমন্ত্রী বলেছিল বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না। আপনারা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যত। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সৃষ্টি হয়েছে আজকের প্রধান অতিথি যাকে নিয়ে আজ আমরা গর্ব করি। এ কলেজের একেকটা ছাত্র হবে একেকটা শামীম ওসমান।
সোমবার (২০ মার্চ) দুপুরে সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের তোলারাম কলেজের অনেক শিক্ষার্থী ছিল যাদের বাবা ছিল দিনমজুর। তখন আমরা অধিকার আদায়ে এই তোলারাম কলেজ থেকে আন্দোলন করেছি। শিক্ষিত জাতি প্রতিষ্ঠার জন্য আমরা সেসময় আন্দোলন করেছি। তখন কাগজের দাম ছিল বেশি। এখানে ফরম ফিলাপের টাকার অভাবে অনেকে ফরম ফিলাপ করতে পারত না। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নির্যাতন করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে। রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। তবুও শিক্ষা নিশ্চিতে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি।