বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

|

ভাদ্র ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী হচ্ছেন শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৭, ৯ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ থেকে মন্ত্রী হচ্ছেন শামীম ওসমান

ফাইল ছবি

নারায়ণগঞ্জ ৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমানের নাম উঠে এসেছে মন্ত্রী তালিকায়। আওয়ামীলীগের বিভিন্ন আলোচনায় এমনটাই শোনা যাচ্ছে।

কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সূত্রে জানা গেছে, এবার নির্বাচনের বছরখানেক আগে থেকে বিএনপি জামায়াতের কর্মসূচী প্রতিরোধে দেশের মধ্যে সর্বপ্রথম সক্রিয় হন শামীম ওসমান। এ ছাড়া দলীয় বিভিন্ন কাজে ও আন্তর্জাতিক লবিং তদবিরসহ বিভিন্ন কর্মকান্ডে দলের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এ নেতা। এ নিয়ে তার উপর সন্তুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 

দলীয় সুত্রগুলো জানায়, এসব বিষয় বিবেচনায় এবার দেশের গুরুত্বপূর্ণ যেকোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে। এমনটাই মনে করছেন তারা

নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ২৩১‌টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা মার্কা নিয়ে একেএম শামীম ওসমান পেয়েছেন ১ লক্ষ ৯৫ হাজার ৮২৭ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দী গোলাপ ফুল মার্কার মুরাদ হোসেন জামাল পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনেও ৮ জন প্রার্থী বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। এখানেও ৭ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এই আসনের প্রদত্ত মোট ভোটের হিসেবে ৭ প্রার্থী কাঙ্খিত হারে ভোট না পাওয়ায় হারাচ্ছেন জামানত। নারায়ণগঞ্জ-৪ আসনের জামানত হারানো প্রার্থীরা হলেন, তৃণমুল বিএনপির মো. আলী হোসেন (সোনালী আঁশ, প্রাপ্ত ভোট ১৯৮৭), বাংলাদেশ কংগ্রেস প্রার্টির মো. গোলাম মোর্শেদ রনি (ডাব, প্রাপ্ত ভোট ৫৫১), জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের মো. ছৈয়দ হোসেন (মশাল, ১ হাজার ২৩ ভোট), জাকের পার্টির মো. মুরাদ হোসেন জামাল (গোলাপ ফুল, ৭ হাজার ২৬৯ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) (আম, ৭২৭ ভোট), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সেলিম আহমেদ (বি.এস.পি) (একতারা, ১ হাজার ৪১৮ ভোট), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. হাবিবুর রহমা (চেয়ার, ১ হাজার ৯৫৫ ভোট)।

নিয়ম অনুযায়ী একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার ৮ ভাগের এক ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে মনোনয়ন দাখিলের সঙ্গে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

নারায়ণগঞ্জের সদর উপজেলার আংশিক ৫টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১৫৬২। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৪১ জন। এখানে ৬ জন হিজড়া ভোটার রয়েছেন। নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী।