শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়ার জন্য মাসুদুজ্জামানের দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৩, ২৮ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার জন্য মাসুদুজ্জামানের দোয়া

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলগুলোতে বেগম খালেদার দীর্ঘায়ু, সুস্থতা এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়। জুম্মার নামাজের পর মুসল্লিরা একত্রিত হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন।

শুক্রবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান কলেজ রোড আল্লামা ইকবাল রোড মসজিদে উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি গভীর ভক্তি ও বিনম্রতায় মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।

দোয়া শেষে মাসুদুজ্জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অপরিসীম। বর্তমানে তাঁর অসুস্থতার খবর আমাদের সবাইকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আন্তরিকভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আশা করি মহান আল্লাহ খুব শিগগিরই তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করবেন।

নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় বাসিন্দা, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মুসল্লিরা দেশনেত্রীর সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে আন্তরিকভাবে দোয়া করেন। মাসুদুজ্জামানসহ উপস্থিত সকল মুসল্লি আশা প্রকাশ করেছেন যে, মহান আল্লাহ্‌ শীঘ্রই দেশনেত্রীকে সুস্থ করে দেশ ও জনগণের সেবা করতে সক্ষম করবেন।