শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ মাতালেন কাবিলা ও ইভা!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩২, ২৮ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ মাতালেন কাবিলা ও ইভা!

ফাইল ছবি

​নারায়ণগঞ্জে একটি মোবাইল কোম্পানির শোরুম উদ্বোধন করতে ব্যাচেলর পয়েন্টের কাবিলা (জিয়াউল হক পলাশ) ও ইভা (পারসা ইভানা) এসেছিলেন। এসময় তাদের ঘিরে ভক্ত ও সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয় শহরজুড়ে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শোরুম উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়। দুপুরের পর নারায়ণগঞ্জে আসেন ব্যাচেলর পয়েন্টের টিম।

​এসময় ব্যাচেলর পয়েন্টের এই দুই অভিনেতা ও অভিনেত্রীকে দেখতে শহরের চাষাঢ়া এলাকায় মানুষের ঢল নামে। নাচ ও গানের মধ্য দিয়ে দর্শকদের নিয়ে শোরুম উদ্বোধন অনুষ্ঠানটি পালন করেন তারা।

এদিকে শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান মাসুদ। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য রাফেল ড্র, গিফটসহ নানান উপহার ও পুরষ্কারের আয়োজন করেছিল কর্তৃপক্ষ।