শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৮, ২৮ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে মসজিদে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

ফাইল ছবি

নারায়ণগঞ্জে দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর শহর ও জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া অনুষ্ঠিত হয়। 

মসজিদের ইমামগণও বিশেষ মোনাজাতে তার সুস্থতা কামনা করেন। দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, নেত্রীর সুস্থতা জাতির জন্যও প্রয়োজন, তাই সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ধারাবাহিকভাবে দোয়া চলছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা রুহুল আমিন জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শান্তি-স্থিতি ফিরিয়ে আনার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছি।

এসময় দোয়ায় সাধারণ মুসল্লিদের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।