শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাঁদলেন কাঁদালেন দলপ্রেমী টিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৫, ২ জানুয়ারি ২০২৬

কাঁদলেন কাঁদালেন দলপ্রেমী টিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দোয়া মাহফিলে বেগম জিয়ার কথা স্মরণ করে বারবার অবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে। 

বৃহস্পতিবার (১ জানুয়ার) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত মহানগর বিএনপির দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

এসময় টিপুর আবেগঘন বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে টিপু বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের প্রতীক ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে দলের জন্য দীর্ঘদিনের ত্যাগের কথা স্মরণ করে আবু আল ইউসুফ খান টিপু আবেগ ধরে রাখতে পারেননি। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, এই দল, এই আদর্শ আমাদের অস্তিত্বের অংশ। যত বাধাই আসুক, আমরা পিছিয়ে যাব না। এসময় টিপুর এই বক্তব্যে মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের অনেককেই চোখ মুছতে দেখা যায়।