ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আজ আমরা শোকাহত। আমাদের আপসহীন নেত্রী আমাদের ছেড়ে গত ৩০ তারিখ বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
শুক্রবার (২ জানুয়ারি) বন্দরে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি এখানে যারা আছেন তাদের ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই। আমরা কোন রাজনৈতিক বক্তব্য দিবো না কারণ তফসিল হয়ে গেছে। আমি শুধু বলবো আমরা যে সময় পার করেছি তার যেন পুনরাবৃত্তি না হয় সেই প্রস্তুতি নিবেন।
খালেদা জিয়া জনগণের। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই।

