শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৭, ২ জানুয়ারি ২০২৬

ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভুয়া ডিবি পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মৌচাক স্ট্যান্ডের আনুমানিক ২০০ গজ পূর্বদিকে চট্টগ্রামগামী মহাসড়ক থেকে তাঁদের আটক করা। 

গ্রেফতারকৃতরা হলেন সুমন সরদার (৪২) শরীয়তপুর জেলার নড়িয়া উপসীর আলী আহম্মেদের ছেলে। বর্তমানে সে ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। অপর আসামী মোঃ হাসান মাহমুদ হৃদয় (৩০) গাজীপুরের কালিগঞ্জ থানার কলাপাতুয়া দক্ষিণপাড়া মৃত হুমায়ুন কবীরের ছেলে। বর্তমানে সে ঢাকার দক্ষিণ কাফরুল এলাকায় বসবাস করে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

পুলিশ জানায়, স্থানীয় জনগণের সহায়তায় উক্ত দুইজনকে একটি সিলভার রংয়ের নোহা ব্র্যান্ডের মাইক্রোবাসসহ আটক করা হয়। মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বর চ-১৯-৪৬১১। এ সময় তাদের হেফাজত থেকে একটি স্টিলের তৈরি হ্যান্ডকাপ ও একটি পুলিশ আইডি কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইডি কার্ডের উপরের অংশে ইংরেজিতে বাংলাদেশ পুলিশ লেখা এবং নাম হিসেবে সোহরাব আলী উল্লেখ ছিল।
ওসি আরও জানান, এসআই গাজী মাহতাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ হেফাজতে নেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ভুয়া ডিবি পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
এ ঘটনায় এসআই গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত দুই আসামিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে সরকারি কর্মচারী হিসেবে ছদ্মবেশ ধারণ করে প্রতারণার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।