হাদীর হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি
নারায়ণগঞ্জে শহীদ শরীফ ওসমান বীন হাদীর হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্যে আন্দোলনকারীরা শরিফ ওসমান হাদির হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে এসে অনতিবিলম্বে খুনিদের বিচার কাজ শুরু করার জন্য সরকারের প্রতি আহবান করেন। বিচার না হলে জুলাই অভ্যুত্থানের মত আবার রাজপথে আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা।
এসময় মহম্মদ শাহেদ, তুলারাম কলেজের ছাত্র মেহেদী হাসান, শেখ তোলারিন কলেজ শিক্ষার্থী মাহাদি হাসান জিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

