শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৪, ২ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সম্পন্ন

ফাইল ছবি

​ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা -এর ‘থানা সম্মেলন ২০২৬’ অদ্য ২ জানুয়ারী শুক্রবার দূপুর ২ টায় কদমতলী কারীমিয়া মাদ্রাসা মিলনায়তনে থানার সভাপতি মুহা.আমির হামজা  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা.জুয়েল হাসান এর সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

​সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের মুহতারাম সেক্রেটারি মুহা.সুলতান মাহমুদ  বলেন, "কুরআন-সুন্নাহর আলোকে একটি সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন ছাত্রসমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ছাত্রদের জ্ঞান অর্জনের পাশাপাশি চারিত্রিক বিশুদ্ধতা অর্জন করতে হবে।" তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ইসলামী ছাত্র আন্দোলনের সকল দায়িত্বশীলদের  সর্বদা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে ।

​প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. আবুল হাশিম বলেন, "বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ছাত্রসমাজকেই আগামী দিনের নেতৃত্বের হাল ধরতে হবে।"

​সভাপতির বক্তব্যে মুহা.আমির হামজা বিগত সেশনের কাজ তুলে ধরেন এবং সংগঠনের সকল স্তরের কর্মীদের ধন্যবাদ জানান। 

সম্মেলন শেষে নগর সভাপতি ২০২৬ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি মুহা আবরারুল করীম, সহ-সভাপতি মুহা.জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে -মুহা.কাউসার আহমাদ এর নাম ঘোষণা করেন।

​উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণের  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি,মুহা.সোহেল প্রধান,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি, মুহা.সিরাজ মোল্লাহ,যুব আন্দোলনের থানার সাংগঠনিক সম্পাদক এইচ.এম ফজলুল করীম,ইসলামী ছাত্র আন্দোলন  বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার  এর সাবেক সভাপতি, এইচ.এম.শাহীন আদনান, ডা. সাইফুল ইসলাম,খালেদ সাইফুল্লাহ সানভীর।

আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা  এর সহ-সভাপতি মুহা আবরারুল করীম ,সাংগঠনিক সম্পাদক মুহা.মাহমুদুল হাসান সাকিল,দাওয়াহ সম্পাদক, কাউসার আহমাদ তথ্য গবেষনা ও প্রচার সম্পাদক মুহা.আবু তালহা ,প্রকাশনার ও দফতর সম্পাদক.ইয়াছিন আরাফাত, অর্থ ও কল্যান সম্পাদক আবিদ হাসান,কওমী মাদ্রাসা সম্পাদক,মুহা.রাকিবুল ইসলাম। কলেজ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক স্কুল সম্পাদক মুহা. বায়েজিদ ,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহা.আবু নাঈম কার্যনির্বাহী সদস্য মুহা.জাকওয়ান  সহ থানা নেতৃবৃন্দ।