শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাখাওয়াতের ৩৫ ভরি স্বর্ণ, সম্পদ কোটি টাকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৬, ২ জানুয়ারি ২০২৬

সাখাওয়াতের ৩৫ ভরি স্বর্ণ, সম্পদ কোটি টাকার

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন খানের দাখিল করা হলফনামা বিশ্লেষণে বেশ কিছু তথ্য উঠে এসেছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মোঃ সাখাওয়াত হোসেন খানের নিজের নামে মোট সম্পদ দেখানো হয়েছে ৯৬ লাখ ৫৪ হাজার ৫৫৬ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে আরও ৬৯ লাখ ১৪ হাজার ৪৬১ টাকা। সব মিলিয়ে দম্পতির মোট ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি। এ সম্পদের বিপরীতে তার কোনো ব্যাংক ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

হলফনামার তথ্যে দেখা যায়, সাখাওয়াত হোসেন খানের নিজের নামে একটি মোটরযান রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে ৩০ লাখ টাকা। 

হলফনামা অনুযায়ী, সাখাওয়াত হোসেন খানের নিজের নামে রয়েছে ২০ ভরি স্বর্ণ, যার মূল্য দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১৫ ভরি স্বর্ণ, যার মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা। অর্থাৎ মোট ৩৫ ভরি স্বর্ণের সম্মিলিত মূল্য দেখানো হয়েছে মাত্র সাড়ে ৪ লাখ টাকা। 

নগদ অর্থের হিসাবে দেখা যায়, সাখাওয়াত হোসেন খানের নিজের কাছে নগদ রয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪৮৪ টাকা। তার স্ত্রীর কাছে নগদ অর্থ দেখানো হয়েছে মাত্র ২১ হাজার ৯৮৩ টাকা। ব্যাংক জমার ক্ষেত্রে তার নিজের নামে রয়েছে ১ লাখ ৩১ হাজার ১৯৮ টাকা, কিন্তু স্ত্রীর নামে কোনো ব্যাংক জমা নেই বলে উল্লেখ করা হয়েছে। সঞ্চয়পত্রের ঘরেও নিজের বা স্ত্রীর নামে কোনো বিনিয়োগ দেখানো হয়নি।

স্থাবর সম্পদের হিসাবে কৃষি জমির ঘরে শূন্য দেখানো হয়েছে। অ কৃষি জমির ক্ষেত্রে সাখাওয়াত হোসেন খানের নিজের নামে রয়েছে ৭৭ দশমিক ৩৫ শতাংশ জমি, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১৮ লাখ ৭২ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৩১ দশমিক ৮৬ শতাংশ জমি, যার অর্জনকালীন মূল্য ১০ লাখ ৯৯ হাজার ৬৩০ টাকা। তবে এসব জমির বর্তমান বাজারমূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

আবাসিক ও বাণিজ্যিক ভবনের ঘরে নিজের ও স্ত্রীর নামে কোনো ভবন নেই বলে দেখানো হলেও একই সঙ্গে অ্যাপার্টমেন্ট হিসেবে স্ত্রীর নামে ১ হাজার ২০০ স্কয়ার ফিটের দুটি ফ্ল্যাটের তথ্য উল্লেখ করা হয়েছে। এই দুটি ফ্ল্যাটের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে মোট ৩১ লাখ ৯০ হাজার টাকা।

দায় সংক্রান্ত ঘরে দেখা যায়, সাখাওয়াত হোসেন খানের নিজের নামে দায় রয়েছে ১৩ লাখ ২৭ হাজার ১৮৪ টাকা।