দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান মুকুলের উদ্যোগে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) বাদ আছর বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের চেয়ারম্যানের বাসভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপি নেতা ও সাবেক উপ জেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, আমাদের দেশমাতা ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত।আমরা আজকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়ার আয়োজন করেছি। আপনারা আপোষহীন দেশনেত্রী জন্য দোয়া করবেন।সামনে নির্বাচন আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ প্রতিকে কাজ করবেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, মনিরুজ্জামান মনির, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মালেক মেম্বার, রাসেল, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা মান্নান, হাজী আসলাম,২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আবু নাসের, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক চৌধুরী, বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, জান্নাতুল ফেরদৌস রাজিব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা স্বপন মাহামুদ, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, সাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি নেতা পিয়ার, ধামগড় ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম, নূরুজ্জামান, সহ বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

