ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি। ভুলবশত গতকাল বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিতে তার নাম ছিল বলে জানিয়েছে দলটি।
শুক্রবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানান।
এসময় সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে বলে জানান রুহুল কবির রিজভী।
এর আগে গতকাল ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চিঠি দেয় বিএনপি।
এর আগে ইউপি নির্বাচনে নৌকা মার্কায় নির্বাচন করেছিলেন সেন্টু।

