শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

|

পৌষ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জনগণের সঙ্গে কোনো প্রতারণা করব না: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৮, ২ জানুয়ারি ২০২৬

জনগণের সঙ্গে কোনো প্রতারণা করব না: গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াসউদ্দিন

যারা আমার সঙ্গে কাজ করছেন ও করবেন, আমি এই কৃতজ্ঞতার বন্ধন থেকে কোনোদিন সরে যাব না। জনগণের সঙ্গে কোনো প্রতারণা করব না। অন্যায়, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ফতুল্লার হিরাঝিল কনভেনশন সেন্টারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমর্থকদের উদ্দেশে গিয়াসউদ্দিন বলেন, আমাদের বিজয়ের একমাত্র উপাদান হবে মানুষের সঙ্গে বিনয়ের আচরণ। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আমরা কোনো কটু কথা বলব না। আল্লাহর ওপর ভরসা রেখে মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করেই বিজয়ের চেষ্টা করতে হবে।

দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, মহান আল্লাহ আমাদের সাক্ষী থাকুন। আমরা যেন জনগণের প্রত্যাশা পূরণে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে আমাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়।