দোয়া ও মিলাদ মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে জেলা ক্রীড়া কমপ্লেক্স অডিটোরিয়ামে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও সাবেক খেলোয়াড়রা দোয়া মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জাকারিয়া ইমতিয়াজ, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সাবিত আল হাসান, সাবেক জাতীয় দলের খেলোয়াড় জাহাঙ্গীর আলম, আবুল কাউসার আশা, শহীদুল ইসলাম রতন, জুয়েল হোসেন মনা, প্রাইম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকির আহমেদ রুবেল, টাইম টু গিভের কর্নধার আরাফাত আহমেদ রাজীব, জিয়াউল হক, মশিউর রহমান সোহেল প্রমুখ।

