বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিজয় দিবসে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ গড়ার শপথ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৩, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবসে কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ গড়ার শপথ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের

আলোচনা সভা

​​মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বক্তারা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে দুর্নীতিমুক্ত এবং কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব (ঢাকা বিভাগ) মো: তরিকুল হাসান লিংকন। তিনি সবাইকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগ, যাঁদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজ পতাকা।

​মো: তরিকুল হাসান লিংকন বলেন, "তাঁরা কোনো দলের জন্য যুদ্ধ করেননি, তাঁরা যুদ্ধ করেছিলেন এই মাটির জন্য, আমাদের পতাকার জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য।" 

তিনি আরও যোগ করেন, "শহীদের রক্ত তখনই সার্থক হবে, যখন আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত এবং নিরাপদ হিসেবে গড়ে তুলতে পারব।"

​তিনি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, "ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা। এদেশে যেদিন থেকে কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে ইনশাআল্লাহ সেদিন থেকে থাকবে না দুর্নীতি, থাকবেনা সন্ত্রাস, রাহাজানি, চাদাবাঝি, মানুষের জান ও মাল নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।"

​তিনি দলের চেয়ারম্যান আওলাদে রাসূল (দ:), পীরে কামেল- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী'র শান্তি-সম্প্রীতির ইসলামের শিক্ষা মেনে চলার কথা উল্লেখ করেন।

​ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধান অতিথি বলেন, "আসুন বিজয়ের এই দিনে আমরা শপথ করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সকলে চেয়ার মার্কায় ভোট দিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতিনিধি সংসদে পাঠিয়ে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী রাষ্ট্র বিনির্মানে সহযোগিতা করি।"

​নারায়ণগঞ্জ জেলা ফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ফ্রন্টের সভাপতি ইকবাল সোবহান এপোলো এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা সোহেল।
​এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিজবুর রাসুল কমিটির সভাপতি হাজী মো: নুরুল ইসলাম।

​এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ফ্রন্টের সহ-সভাপতি ও বন্দর থানার সভাপতি হাজী মিজানুর রহমান মিজান, জেলা সহ-সভাপতি শাজাহান দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মো: আব্দুল্লাহ সরদার, দপ্তর সম্পাদক মো: মিলন হোসেন, প্রচার সম্পাদক ও ফতুল্লা থানার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা সদস্য আব্দুর রহমান, মো: ইসহাক, মাহাবুব এবং ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ প্রমুখ।