ব্যানার, ফেস্টুন, ও পোস্টার অপসারণে দিনব্যাপী অভিযান
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী প্রচারণামূলক ব্যানার, ফেস্টুন, ও পোস্টার অপসারণে দিনব্যাপী অভিযান চালানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) এই অভিযান পরিচালিত হয়। এর আগে, নির্বাচন কমিশন থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এসব অপসারণের জন্য।
আড়াইহাজার পৌরসভার দাসপাড়া, ব্রাম্মন্দী এবং সমরকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে বিভিন্ন নির্বাচনী প্রার্থীর প্রচারণার উদ্দেশ্যে লাগানো পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছে, যা নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

