ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলেন জানান নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, এর আগে বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৯ জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

