মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে দোয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০০, ৩ জানুয়ারি ২০২৬

১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে দোয়া 

দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাজীগঞ্জ ঘাটে ১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (০৩ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের এম সার্কাস সংলগ্ন হাজীগঞ্জ ঘাটে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক মোঃ বদরুল হক এবং ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ টিপু খান, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো রমজান।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাদেক হোসেন আলম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১১নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ নাসির।

​দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। মোনাজাতে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয় এবং জিয়া পরিবারের সদস্যসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এসময় মুনাজাত শেষে সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।