মোহাম্মদ শাহ আলম
দল থেকে বহিস্কারে নির্বাচনে কোন প্রভাব পড়বে না। কারণ, আমরাই সঠিক এবং আসল বিএনপি। এবং আমার পাশে যারা আছে সবাই বিএনপির নেতা-কর্মী। অতঃএব আমি মনে করিনা এতে কোন ব্যাঘাত ঘটবে বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বৈধতার ঘোষণা পেয়ে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। নারায়ণগঞ্জ চার আসনের সাধারণ ভোটার এবং নেতা-কর্মীদের বহু দিনের আশা আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। গত পনেরো বছর আমরা কোন নির্বাচন করতে পারি নাই। ইনশাআল্লাহ এবারের নির্বাচন ভালো হবে বলে আমরা আশা করি। যদি নির্বাচন ভালো হয়, সবার জন্য সমান সুযোগ থাকে তাহলে ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হবো।
শাহ আলম বলেন, আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সকল ভোটারের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, ভোট চাই। ইনশাআল্লাহ আমি এতোটুকু কথা দিতে পারি, জনগনের কাছে কথা দিচ্ছি যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তাহলে দীর্ঘদিনের এই এলাকার যে সমস্যা আছে সে সমস্যাগুলো আমি দূরীকরণ করার আপ্রাণ চেষ্টা করবো। এটা সকলের কাছে আমার ওয়াদা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে বহিস্কারে নির্বাচনে কোন প্রভাব পড়বে না। কারণ, আমরাই সঠিক এবং আসল বিএনপি। এবং আমার পাশে যারা আছে সবাই বিএনপির নেতাকর্মী। অতঃএব আমি মনে করিনা এতে কোন ব্যাঘাত ঘটবে।
তিনি বলেন, জনগন ভোট দিবে, জনগনই সিদ্ধান্ত দিবে নির্বাচনে কি হবে। আমি শতভাগ আশাবাদী।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সদস্য হান্নানুর রফিক রঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

