মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নদী পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩০, ৪ জানুয়ারি ২০২৬

নদী পরিবেশ রক্ষায় নারায়ণগঞ্জে আলোচনা সভা

আলোচনা সভা

নারায়ণগঞ্জে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে নদী ও পরিবেশ রক্ষার দাবিতে ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামন রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম এ হক কায়জার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ এবং দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক হাবিবুর রহমান শ্যামল।

উন্মুক্ত আলোচনায় নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান রয়েল, এডভোকেট খায়রুল আলম ও এডভোকেট এমাদদুল হক। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মোক্তার হোসাইন বলেন, নরসিংদী ও মাধবদী এলাকার ডাইং কারখানার বিষাক্ত কেমিক্যাল বর্জ্য নারায়ণগঞ্জের অধিকাংশ নদী দূষণ করছে। একই সঙ্গে শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান নদী ও পরিবেশ দূষণ করে লাখ লাখ মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এ হক কায়জার বলেন, পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি আশ্বস্ত করেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলে নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। তারা নদী দখল ও দূষণের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং কার্যকর আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা থেকে নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।