সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

|

পৌষ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সবসময় তরুনদের পাশে থাকবো ইনশাআল্লাহ: আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২৪, ১০ জানুয়ারি ২০২৬

সবসময় তরুনদের পাশে থাকবো ইনশাআল্লাহ: আবদুল জব্বার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কায়েমপুর বটতলা এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘যুব ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লা ৭নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে তিনি এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

​মাওলানা আবদুল জব্বার বলেন, "আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে যুব সমাজকে রক্ষা করতে হবে। যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের বিকল্প নেই। আমরা ক্ষমতায় আসি বা না আসি, আগামীতে তরুণদের জন্য সমস্ত খেলার মাঠগুলো রক্ষা করার উদ্যোগ গ্রহণ করবো।"

​মাদক বিরোধী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা সকলকে ঐক্যবদ্ধ করে সোচ্চার হবো এবং ইনশাআল্লাহ সমাজ থেকে একে নির্মূল করবো।" আগামী ১২ তারিখের নির্বাচনে ইসলামের বিজয় প্রত্যাশা করে 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার' ধ্বনির মাধ্যমে তিনি বক্তব্য শেষ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া।

​নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাংগঠনিক উত্তর থানা আমীর মাওলানা আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদকও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্মপরিষদ ​মুহাম্মদ জাকির হোসাইন, ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শাহাদাৎ আলী ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ​ফয়সাল হোসেন,  বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক ​জসিম উদ্দিন, 

​ফতুল্লা ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী হয় ‘ কিং ফাইটার’ দল। এসময় প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

​পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক শিল্পীবৃন্দ এবং নিবেদন শিল্পীগোষ্ঠী। স্থানীয় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ এই আয়োজন উপভোগ করেন।