ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পক্ষ থেকে মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
১০ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন ও মোঃ আমিনুর ইসলাম মিঠুর নেতৃত্বে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, হাসানুজ্জামান খোকন, আনসার আলী, হাজ্বী নূর হোসেন, আবদুল কাদির, মোঃ তাওলাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রিয়াজুল প্রধান মোঃ আবদুল বাতেন, জালাল মেম্বার ও ইয়া নবী মেম্বার প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন শ্রদ্ধা শেষে প্রতিক্রিয়া বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী ও দেশের জন্য নিবেদিত প্রাণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু চ্যালেঞ্জ, সংকটের মধ্যে দিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব অনস্বীকার্য। দেশমাতা’র মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আমিনুর ইসলাম মিঠু শ্রদ্ধা শেষে প্রতিক্রিয়া বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০-এর গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেত্রী ছিলেন। খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। দেশ ও জাতির প্রয়োজনে এখন বেগম খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বেগম খালেদা জিয়া সৎ, ন্যায়পরায়ণ ও কর্মঠ সরকার প্রধান ছিলেন। তিনি গরিব ও সাধারণ মানুষের জন্য দেশে অনেক কাজ করেছেন।

