সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

|

মাঘ ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না : রিটার্নিং কর্মকর্তা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২১, ২৬ জানুয়ারি ২০২৬

কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না : রিটার্নিং কর্মকর্তা 

রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেছেন, আপনারা সকলে আমাদের চোখে সমান। দুর্বল ও সবল বলে আমাদের চোখে কিছু নেই। আমাদের কাছে সকল প্রার্থী এক সমান।

সোমবার (২৬ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আপনাদের অভিযোগ থাকলে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তার পক্ষে সম্ভব হলে তাৎক্ষণিক ব্যাবস্থা নেয়া হবে। আপনাদের প্রতিটি আসনে একজন করে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্য যিনি একজন বিচারক, তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে জানিয়েছে লিখিত অভিযোগ জানাতে। যদি কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে আপনারা লিখিত অভিযোগ করবেন। ঘটনা ঘটে গেলে যে ব্যাবস্থা নেয়া হবে না এমন না। আপনারা অভিযোগ করবেন।

নির্বাচনী আইন লঙ্ঘন করে নির্বাচিত হয়ে গেলেও এটা প্রমানিত হলে সেই পদ বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমরা এই সব আইন প্রয়োগ করে একটি গণতান্ত্রিক গ্রহনযোগ্য নির্বাচন আমরা করতে চাই।

আমরা প্রয়োজনে সকল আইন প্রয়োগ করবো। যিনি নির্বাচন করবেন তিনি যেন সকলের প্রতি সহনশীল আচরণ করেন। আমরা কোন বিশৃঙ্খলা বরদাশত করবো না।

প্রার্থী একা অথবা নির্বাচনী এজেন্ট নিয়ে ঢুকবেন। এখানে প্রচারণা বা ভোট চাইতে পারবেন না। আপনি ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।

তিনি আরো বলেন, আপনাদের আপত্তি থাকলে অভিযোগ থাকলে আপনারা জানাবেন। নিজেরা এগুলো সমাধান করতে যাইয়েন না। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আপনারা অভিযোগ দিবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাবস্থা নিবে।