ফাইল ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ বলেন, একজন মাদকসেবী বা ধূমপায়ী যখন ওজু করে মসজিদে যায় তখন সে ইচ্ছে করলেও সিগারেট ধরাতে পারে না। মসজিদের শান্তিময় পরিবেশ তাকে অন্যান্যদের মত ভাল থাকতে সাহায্য করে। ঠিক তেমনি সমাজব্যবস্থায় ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে, মাদক সন্ত্রাসী অটোমেটিক ভাল মানুষে পরিণত হবে।
আজ ২৬ জানুয়ারি সোমবার সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডে হাতপাখার গণসংযোগকালে তিনি একথা বলেন। এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিল্লাল তালুকদার, সেক্রেটারি সাইয়্যিদ রিদওয়ান, দক্ষিণের সভাপতি সোহেল প্রধান, রহমত উল্লাহ লড়াকু, যুব নেতা আ. মোমিন সহ ওয়ার্ড নেতাকর্মী।
তিনি আরও বলেন, আমরা যুব সমাজকে মাদকের ধ্বংসাত্মক হাত থেকে রক্ষা করবো। তাদের প্রয়োজনীয় দীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তরুণ-যুবক হচ্ছে আগামীদিনের ভবিষ্যত। তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়তে পারলে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।

