গণসংযোগ ও লিফলেট বিতরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ আজ ১২ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।
প্রচারণার সময় মুফতি মাসুম বিল্লাহ স্থানীয় বাসিন্দাদের সমস্যা ও দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন। নগরের সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞা এবং সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নগরবাসীকে আশ্বস্ত করেন।
আজ ১২ নং ওয়ার্ডের গণসংযোগে উপস্থিত ছিলেন শহর শাখা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ কবির হোসেন, সমন্বয়ক এইচএম মিরাজুল ইসলাম, ছাত্রনেতা মোঃ জাহিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

