শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমেরিকার গ্রন্থ মেলায় নারায়ণগঞ্জের কবি আহমেদ তসলিমের কাব্যগ্রন্থ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৫৬, ২৩ জুলাই ২০২২

আমেরিকার গ্রন্থ মেলায় নারায়ণগঞ্জের কবি আহমেদ তসলিমের কাব্যগ্রন্থ 

প্রতীকী ছবি

৩১ তম নিউ ইয়র্ক বাংলা বইমেলা উপলক্ষে স্বদেশ শৈলী পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে  কবি আহমেদ তসলিমের কাব্যগ্রন্থ "মহাসময়"। তার লেখনীতে উঠে এসেছে জীবন দর্শন, দার্শনিক সত্য, ভক্তি, দেশরূপ, রূপক এবং কাব্যিক অভিব্যক্তি। বইটি ৩০ জুলাই নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার এ মেলা প্রাঙ্গনে উত্তর আমেরিকার পাঠকদের জন্য উন্মুক্ত হবে। সাহিত্য চর্চায় পারিবারিক পরিবেশ, বাংলার রূপ এবং বাংলা সাহিত্য সম্ভার তাকে কাব্য চর্চায় উৎসাহিত করেছে। তিনি ব্যাপকভাবে মাইকেল মধুসূদন, রবীন্দ্র এবং নজরুল চর্চা করেছেন। তার শিক্ষক এবং দার্শনিক গুরু আমেরিকার বিখ্যাত আলোকচিত্ৰকর এমিরেটাস অধ্যাপক ডন গ্রেগোরিও আন্তোন তার দীর্ঘ এক যুগের সৃষ্টিশীলতার অন্যতম অনুপ্রেরণা।  চলমান জীবনের ঘটনা প্রবাহদার্শনিক যথার্থতায় কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি। তিনি লিখেছেন "বিসর্জনের দায়, তবু না চাহিতেও আপনি আসিবে হায়!সময়ের স্রোতে সময় ভেসেছে, আমি হারায়েছি তায় আমারে হেরিয়া আমার সাথে সমুখের জানালায়।""নির্বাক ঝরে যাওয়া পাতার মতো আমিও ঝরে গেলাম আবার নতুন হয়ে জন্মাবো বলে. কিছুটা কাঁশফুল হয়ে উড়ে গেলাম ঝড়ো হাওয়ায়"এক মহাপুরুষের বুকের লাল তাজা রক্তে সিঁড়িটা ভেসে গিয়েছিলো,

সেটা তো সেই একই লাল- কোটালীর বিলের আপন আভা;""ভোর কেন শঙ্খের চুর- ভেঙে যায়"

আহমেদ তসলিমের জন্ম এবং বেড়ে উঠা বন্দর নগরী নারায়ণগঞ্জে। নটর ডেম কলেজে পাঠ সম্পন্ন করে তিনি ¯œাতক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটির হামবোল্ট স্টেট এ শিক্ষা লাভ করেন এবং নিউইয়র্ক এর রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ¯œাতকোত্তর সম্পন্ন করেন। পেশায় তিনি গাণিতিক পরিসংখ্যানবিদ এবং ডেটা সায়েন্টিস্ট। কর্মজীবনে তিনি বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশ এবং ওয়াশিংটন ডিসি তে কর্মরত ছিলেন। বর্তমানে নিউ ইয়র্ক এ বেসরকারি খাতে কর্মরত আছেন।  "মহাসময়" বইটি রকমারি ডট কম, এবং অ্যামাজন ডট কম এ পাওয়া যাবে।