ফাইল ছবি
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমি নারায়ণগঞ্জের চেম্বারের সভাপতি হিসেবে ডিসি ও এসপি মহোদয়ের কাছে নারায়ণগঞ্জের একটি চিত্র তুলে ধরেছি। বিভিন্ন নিট ফ্যাক্টরিতে যখন নারায়ণগঞ্জের ছেলে মেয়েরা যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করে দুঃখের বিষয় হল এ চাকরিটা নারায়ণগঞ্জবাসী শুনলে তারা চাকরি দিতে চায় না। এই চাকরি নারায়ণগঞ্জবাসীর দাবী।
শনিবার (১৩ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক পরিষদের মিলন মেলা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমার পাশের বাসায় লাইট জ্বলবে, তিনবেলার জায়গায় চারবেলা খাবে। কিন্তু পাশের মানুষটি এক বেলা খাবেনা এটা হবে না। এটা আমরা রূপগঞ্জে বা নারায়ণগঞ্জে চাই না।
তিনি বলেন, বৃষ্টি হলে পুরো রূপগঞ্জ পানির নিচে চলে যায়। এর কারণ খালগুলো দখল করে রেখেছে। এই খাল পুনরুদ্ধার করতে পারলে জলাবদ্ধতা থাকবে না। রূপগঞ্জে গ্যাসের লাইনের জন্য আমরা মা বোনেরা কষ্ট করে টাকা দিয়েছে। তারা এগুলো অবৈধ বলছে, টাকার হদিস নেই। এই গ্যাস লাইনকে আমার মা বোনদের জন্য বৈধতা দিতে হবে।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের সমস্যা রয়েছে। এই মাদকের কারণেই সন্ত্রাস হয়। আমরা ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করবো আমরা যেন মাদকমুক্ত রূপগঞ্জ গড়তে পারি।

