শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাসান জামালের কবর জিয়ারত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৫

হাসান জামালের কবর জিয়ারত

কবর জিয়ারত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি সভাপতি মরহুম হাসান জামালের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ফুলেল শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরকার মুজিব, কৃষকদল নেতা রানা মুজিব, মো. মিঠুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামাদলের আহ্বায়ক হাফেজ শিব্বির আহমেদ।

কবর জিয়ারত শেষে স্মৃতিচারণ করতে গিয়ে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মরহুম হাসান জামাল নারায়ণগঞ্জে বিএনপিকে সুসংগঠিত ও প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা আজও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

নেতৃবৃন্দ বলেন, মরহুম হাসান জামালের আদর্শ ও রাজনৈতিক অবদান নতুন প্রজন্মের বিএনপি নেতাকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।