শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাদির উপর গুলি বর্ষণকারীর দ্রুত গ্রেফতার করতে হবে: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৯, ১২ ডিসেম্বর ২০২৫

হাদির উপর গুলি বর্ষণকারীর দ্রুত গ্রেফতার করতে হবে: মাসুম বিল্লাহ

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও  নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে তার ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণা শেষে যাওয়ার পথে দর্বৃত্তরা গুলি চালায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক উপযুক্ত শাস্তির দাবি করছি।

আজ ১৪নং ওয়ার্ডের নির্বাচনী গণসংযোগ কালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসম আরো উপস্থিত ছিলেন, নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সহ প্রচার সম্পাদক মোস্তফা তালুকদার, শহর শাখা উত্তরের সভাপতি মুহা. কবির হোসেন, সেক্রেটারি এইচ এম মিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে এসকল সন্ত্রাসী, চাঁদাবাজদের কোন স্থান আর সমাজে থাকবে না। যদি কেউ অপরাধ করে তার আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হবে। কাউকে ছাড় দেয়া হবে না। 

মুফতি মাসুম বিল্লাহ বলেন, অপরাধীরা বিভিন্ন উপায়ে ছাড় পেয়ে গেলে তারা বেপরোয়া হয়ে যায়। তাই এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।