শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এ ঘটনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: কামাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১০, ১৩ ডিসেম্বর ২০২৫

এ ঘটনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র: কামাল

মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় আছে। সারা জাতি শোক স্তব্ধ। এর মধ্যে গতকালকের ঘটনা ষড়যন্ত্রের আলামত। তফসিলের পরপরই গতকালকের এ ঘটনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হাদীকে গুলি করার ঘটনায় মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া তার সারা জীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। আজ নির্বাচনের মধ্য দিয়ে যখন দেশি বিদেশি শত্রুরা দেখছে এই পরিবারই নেতৃত্ব দিবে বাংলাদেশের। যেই মুহুর্তেই তারেক রহমান দেশের আসার তারিখ দিয়েছে সেই মুহুর্তেই অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এ কাজ করা হয়েছে। 

ওসমান হাদী ও এরশাদুল্লাহ তারা দুজনেই সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে বিয়ে আসুক। আমাদের নেতা তারেক রহমান দেশে আসছেন। তার নেতৃত্বে আমরা সব শোককে শক্তিতে রুপান্তরিত করবো।