ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপিতে বিরোধ রয়েছে। এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এ আসনে মাঠে সক্রিয় আছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাবেক এমপি অধ্যাপক রেজাউল করিম।
মনোনয়ন ঘোষণার পর থেকেই নিয়মিত এই এলাকায় মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানিয়ে মশাল মিছিল, সমাবেশসহ নানান কর্মসূচি পালন করে আসছেন তারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানিয়ে চিঠিও দিয়েছেন তারা।
অন্যদিকে বঞ্চিতদের মন জয় করতে নিজের চেষ্টা জারি রেখেছেন মান্নানও। মুহাম্মদ গিয়াসউদ্দিন, মামুন মাহমুদসহ আসনটির মনোনয়ন বঞ্চিতদের সাথে একাধিকবার বসেছেন, তাদের সমর্থনও চেয়েছেন তিনি।
এদিকে এ আসন থেকে সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এমনটা হলে এ আসনে ভোটের সমীকরণ বদলে যেতে পারে।
তবে নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আজহারুল ইসলাম মান্নান জানান, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দিন শেষে সকলেই দলের সিদ্ধান্ত মেনে নেবে। বিদ্রোহী প্রার্থী থাকার শঙ্কাও নেই বলে জানান মান্নান।
এদিকে আসনটিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে আছেন ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। নিয়মিত সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে প্রচারণা চালাচ্ছেন তিনি।
নির্বাচনী পরিবেশের বিষয়ে ইকবাল জানান, আমরা প্রশাসনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী জানাই। মানুষ যেন সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে এটা আমাদের সকলকেই নিশ্চিত করতে হবে।
এছাড়াও আসনটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সী নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

