শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কথনের আলোচনা সভা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০১, ১৩ ডিসেম্বর ২০২৫

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কথনের আলোচনা সভা 

আলোচনা সভা

কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজ বিকাল তিনটায় কবি নজরুল পাঠাগারে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। হৃদুয়ান ইসলাম রেজার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাদিয়া সুলতানা জুথি এবং বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্ধারা পরিচালিত সাময়িকী সাইরেনের উপদেষ্টা রাশেদ শাহরিয়ার। 

বক্তব্যে রাশেদ শাহরিয়ার ভারতীয় উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে নানান দিক থেকে আলোচনা করেন। তাঁদের জীবন সংগ্রাম, অসাম্প্রদায়িক মনোভাব কীভাবে প্রভাব তৈরী করে এবং বুদ্ধিবৃত্তিক আন্দোলন সহ সরাসরি রাজনীতিতে সক্রিয় অবদানের মধ্য দিয়ে মুক্তিকামী জনগণের পক্ষের শক্তিতে অবধারিত হওয়ার দিকগুলো তুলে আনেন। বক্তব্যে বলেন, "৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বুদ্ধিজীবী দিবস আমাদের জন্যে আজকে অন্তত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও বিপক্ষ শক্তির বাইনারি তুলে প্রকৃত ইতিহাসকে আড়াল করে রাখা হয়েছে। বৃটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণ-অভ্যূত্থান, চব্বিশের গণ-অভ্যূত্থান সহ যত আন্দোলন হয়েছে বারবার এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্খা ধূলিসাৎ হয়েছে ফলে আজকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণ অর্থাৎ শোষণ বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন নিয়েই শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করে যেতে হবে।"

সভাপতি সাদিয়া সুলতানা জুথি বলেন, "শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কথন শিক্ষার্থীদের নিয়ে তাদের কার্যক্রম জারি রাখবে। "

এরপর সবাইকে পাঠাগারে নিয়মিত উপস্থিত থাকার আহবান জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।