ফাইল ছবি
২০০৪ সালে সর্বশেষ নারায়ণগঞ্জ সফর করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বছর নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সেই ঘটনার স্মৃতিচারণ করে জানান, ওই তৃণমূল সম্মেলনে তিন জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সংগঠনকে শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকায় সম্মেলনটি তখন ব্যাপক গুরুত্ব পায়।
দীর্ঘ দুই দশক পরেও ওসমানী স্টেডিয়ামে আয়োজিত ওই সম্মেলনটি নারায়ণগঞ্জ অঞ্চলের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে আলোচিত হয়। এরপর দীর্ঘ সময় ধরে নারায়ণগঞ্জে তারেক রহমানের সরাসরি উপস্থিতি আর দেখা যায়নি।
এদিকে দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার খবরে আবারও আলোচনায় ফিরেছে তার সেই নারায়ণগঞ্জ সফরের স্মৃতি। দলীয় সূত্র মতে, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাগুলোর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তার দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।

