মিলাদ ও দোয়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রশিদুর রহমান রশুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমআর নামাজের পর শহরের মাসদাইর এলাকায় রশিদুর রহমান রশু স্মৃতি সংসদের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। একই সাথে রশিদুর রহমান রশুর মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রশিদুর রহমান রশু স্মৃতি সংসদের পরিচালক মো. বজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক সহ সভাপতি রানা মুজিব, শওকত খন্দকার, নাজমুল কবির নাহিদ, মিঠু ও জামাল হোসেন সহ এলাকাবাসী।

