বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, এ ধরণের ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করে দিবেন, এ ষড়যন্ত্র কামিয়াব হবে না। আমরা দেশবাসীকে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। দেশী বিদেশি ষড়যন্ত্রকারীরা যে ঘটনা গতকাল ঘটিয়েছেন। এগুলো করে কোন ভাবেই পার পাবেন না।
শনিবার (১৩ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হাদীকে গুলি করার ঘটনায় মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।
মাসুদ বলেন, আমরা সরকারের কাছে আবেদন জানাই। আপনারা গোয়েন্দা সংস্থাকে আরও বেশি তথ্য যোগাড় করতে বলুন। সমস্ত সংস্থাগুলোকে সজাগ থাকতে বলুন।
তিনি আরও বলেন, এ ধরণের ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের দ্রুত আইনের হাতে তুলে দিন। আমাদের মত পথ আলাদা, কিন্তু দিন শেষে গণতন্ত্রের স্বার্থে আমরা এক থাকব৷ ওসমান হাদীকে কীভাবে গুলি করা হয়েছে আপনারা দেখেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

