শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাদীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে কাল বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৩, ১২ ডিসেম্বর ২০২৫

হাদীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে কাল বিক্ষোভ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচির পালন করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দেশব্যাপী এই বিক্ষোভের ঘোষণা দেন।

রিজভী জানান, এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিতেই দল এ কর্মসূচি গ্রহণ করেছে।

জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তখনই ওসমান বিন হাদীকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।