রোববার, ২৮ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৬, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিপি হত্যা মামলায় স্বামী এবাদুল্লাহ কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় পলাতক থাকায় আদালতে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

এবাদুল্লাহ বাড়ি রূপগঞ্জের টাওরা এলাকায়। সে স্থানিয় বাসিন্দা ফজলু মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এবাদুল্লাহর সঙ্গে একই এলাকার নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয় ২০০০ সালের ২ ফেব্রুয়ারি। বিয়ের পর নানা বিষয়ে ঝগড়ার কারণে পারিবারিক কলহ হলে তাদের মধ্যে দূরত্ব বাড়ে। এক পর্যায়ে ঝগড়া হলেই স্ত্রীকে মারধর করা শুরু করেন এবাদুল্লাহ। একই বছরের ৫ জুলাই সামান্য বিষয়ে ঝগড়া থেকে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ। 

তিনি আরো জানান, লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন হত্যার ঘটনায় পরে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় শুনানির পর আজ আদালত এ রায় ঘোষণা করেছেন।