শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

|

কার্তিক ২৪ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের কালিবাজারে অগ্নিকান্ডে পুড়লো ৩০ দোকানের মালামাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৫, ৭ অক্টোবর ২০২৪

না.গঞ্জের কালিবাজারে অগ্নিকান্ডে পুড়লো ৩০ দোকানের মালামাল

ফাইল ছবি

নারায়ণগঞ্জ কালিরবাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৩০ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার আগুনে ৩০ টি দোকানের মসলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
 
জানা যায়, বাজারের এক নং গলিতে সর্বপ্রথম একটি মশলার দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকানসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

কালিরবাজারের গৌরাঙ্গ স্টোরের মালিক শুভ সরকার জানান, রাত সাড়ে এগারোটার দিকে আগুন লাগে এবং আগুন জ্বলতে থাকে। সাথে সাথেই এলাকাবাসী ও পাশের ভবনের বাসিন্দারা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

পুড়ে যাওয়া দোকানের একটির ভাড়াটিয়া রামু দাস। তিনি পুরনো জুতা বিক্রি করেন। তিনি জানান, ৫০ হাজার টাকার জুতা পুড়ে গেছে তার। তার আশেপাশের দোকানগুলোতে সয়াবিন, কেরোসিন তেল, হোগলা, পাটিসহ নানা দাহ্য জিনিসপত্র ছিলো। তাই আগুন দ্রুত ছড়িয়ে যায়।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।