রোববার, ২০ এপ্রিল ২০২৫

|

বৈশাখ ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চৈত্রের দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘলা আকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৯, ২০ মার্চ ২০২৫

চৈত্রের দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘলা আকাশ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি।

এর আগে সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। বৃষ্টিতে চৈত্রের গরম কমেছে কিছুটা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সরেজমিনে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে সড়কের সিগন্যালগুলোতে দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। রাজধানীর কোনো কোনো সড়কে যানবাহনের সংখ্যাও কম।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলেছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।