
গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারি চক্রের মূলহোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা মো. বুলু মিয়া (৪০) ও তার সহযোগী মো. সেলিম বেপারী (৫০)।
এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন, নগদ ৬ হাজার ১০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
রোববার (১৯ মার্চ) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৮ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তিনি জানান, তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে এসব মাদক প্রাইভেট কারসহ বিভিন্ন পরিবহনে বহন করতেন। এছাড়া গ্রেফতার আসামিদের চক্রে আরও সদস্য রয়েছে।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব-৩ এর অধিনায়ক।