
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি এলাকায় দড়িকান্দি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে থেকে রাম দা, ছুরি সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারে নি।
পুলিশ জানায়, সকাল সাড়ে দশটায় কেন্দ্রের বাইরে পরিত্যক্ত স্থানে একটি ব্যাগ পড়ে থাকতে থেকে স্থানীয়রা বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করলে এর ভেতর থেকে ৩/৪ টি রাম দা ও ছুরি সহ দেশীয় অস্থ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় কাউকে আটক করা যায় নি।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, 'অস্ত্রের ব্যাগটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়েছে। কারা সেগুলো বহন করেছে এবং রেখে গেছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া সহ তদন্ত করা হচ্ছে'।