
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও মিজমিজি এলাকা থেকে অপহরণের শিকার ১৭ বছর ও ১৩ বছরের দুই নারী শিশু ভিকটিমকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তফা কামাল রাশেদ।
এর আগে গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নেছারিয়া আলীম মাদ্রাসার সামনে থেকে অপহরণের শিকার হন ১৭ বছরের শিশুটি। পরবর্তীতে এ ঘটনায় নরসিংদী এলাকার বেনু মিয়া (৩৩), আখি (২৫), সানিয়া (২০), ফুল মিয়া (৫০), আওয়ালের (৪৫) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে ভিকটিমের পিতা মোঃ আনোয়ার হোসেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের উত্তর সাহেবপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হন ১৩ বছরের শিশু। পরবর্তীতে এ ঘটনায় শাহপরান (২৩), শারমিন (২৯), ইব্রাহিম (৩৫), ফাতেমা (৩২), কবির (৩৮), হাজেরা (৩০), আমেনা (৩৫), মনির হোসেন মনু (৫৮)সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে ভিকটিমের মা আদালতে মামলা দায়ের করেন।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ১৭ বছরের ভিকটিমকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা ও ১৩ বছরের ভিকটিমকে চাঁদপুর জেলার কচুয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই।