মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২০, ২১ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতীকী ছবি

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে ৪টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে সংযোগকৃত কয়লা হোটেলের ৩টি স্টার বার্নার, ১টি স্টার বার্নার ও ১টি ডাবল বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনাকালে হোটেলটির মালিককে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।

এছাড়া বন্দর এলাকার ৫০০ আবাসিক চুলার অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়। এসময় অবৈধ আবাসিক গ্রাহকের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।