শুক্রবার, ০২ মে ২০২৫

|

বৈশাখ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৭, ১ মে ২০২৫

ফতুল্লায় ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুবৃর্ত্তরা।

বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার সময় ফতুল্লার পাগলা বাজারের সামনে আফসার করিম প্লাজার মালিক নান্টু মিয়াকে গুলি করা হয়। দুবৃর্ত্তদের ছুড়া গুলি নান্টু মিয়ার পেটে ও হাতে লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

খবর পেয়ে পরিবারের লোকজন নান্টু মিয়াকে শহরের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম জানান, আবসার করিম প্লাজার মালিক নান্টু মিয়া তার মার্কেটের সামনে ঘুরে ঘুরে ফল কিনে নিজস্ব প্রাইভেটকারে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথালী গুলি চালায়। তখন নান্টু মিয়া গাড়িতে উঠলে তার চালক দ্রুত প্রাইভেটকার নিয়ে ফতুল্লার দিকে চলে যায়। আর দুর্বৃত্তরা মোটর সাইকেলে ঢাকার দিকে চলে যায়।

নান্টু মিয়ার ভায়রা জহিরুল জানান, নান্টু মিয়ার পেটে ও হাতে গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আমি খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।